সুদখোর ধরতে মাঠে নামছে প্রশাসন।

লিয়াকত হোসেন রাজশাহীঃ
বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা গুলোতে সুদখোর ধরতে মাঠে নামছে সংশ্লিষ্ট প্রশাসন।
প্রশাসন পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মোতাবেক কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এ বিষয়ে তদারকি শুরু করেছেন পুলিশ সুপারের বরাত দিয়ে বিভিন্ন থানার ওসি'রা।সরকারকে ফাঁকি দিয়ে চলা এ সুদ ব্যবসায়ীদের ইতিমধ্যে তালিকা করা শুরু হয়ে গেছে।
সুদখোরের তালিকায় আওতাভুক্ত রয়েছে অনুমোদনহীন এনজিও সমবায় সমিতি অনুমোদনহীন ব্যাঙ্কিং সিস্টেম এবং কিছু অসাধু ব্যক্তি।
দেশের এই ক্রান্তিলগ্নে করোনা মহামারীতে যদি কেউ কোন সুদের টাকা বা লাভের টাকা আদায় করে বা বল প্রয়োগ করে তাহলে নিকটস্থ থানাতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
আর যদি কেউ এটা না পারেন তাহলে নাম পরিচয় গোপন করে ফোন দিয়ে নিকটস্থ থানাকে অবহিত করতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম পরিচয় গোপন রাখা হবে আমরা আপনাদের পক্ষ থেকে থানাকে অবহিত করবো।
তা না হলেও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইমেইলে[email protected] অথবা ফোন করে জানাতে পারেন আমাদের এই নাম্বারে ০১৩১৬০৬৪৮৩৮।