কমলগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু।

 প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৬:০৪ অপরাহ্ন   |   বিনোদন


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের উজিরপুর গ্রামে আজ বৃহঃস্পতিবার (০৪ জুন) সকাল ৯ টার দিকে বজ্রপাতের আঘাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। 


মৃত ছেলেটির নাম মোঃ জুবের উদ্দিন (১৫)। ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়ার বড় ছেলে এবং কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র মৃত জুবের।



পারিবারিক সূত্রে যায়, আজ সকালে গোয়াল ঘর থেকে গরু বাহির করে পুকুরে হাত পা পরিস্কার করে উঠে আসছিলো, ঠিক তখনি সজোরে বজ্রপাতের ধ্বনি অনুভব হয়। ক্ষনিকের মধ্যেই পুকুর ঘাটে ছেলেটি মাটিতে পড়ে যায়। ছেলেটিকে কমলগঞ্জ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্মরত ডা. সজল ছেলেটিকে মৃত বলে ঘোষনা দেন। তিনি বলেন ছেলেকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।



তবে ছেলেটির শরীর পুরোপুরি ভাবে অক্ষত রয়েছে। সরেজমিনে দেখা যায় মৃত ছেলের ঘরের পূর্বদিকে এবং মৃত্যুর ঘটনাস্থল থেকে প্রায় ৫০ ফুট দূরে বজ্রপাতের চিহ্ন পাওয়া যায়।

বিনোদন এর আরও খবর: