লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরােপণ কর্মসূর্চি পালন করা হয়।

 প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৩:৪৭ পূর্বাহ্ন   |   বিনোদন


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, শরিফ হোসেনঃ 


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরােপণ করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রােপন ও বিতরণ করে জেলাব্যপী এই কার্যক্রমের সূচনা করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি মােঃ শাহাদাত হােসেন শরীফ ও সাধারণ সম্পাদক মােঃ জিয়াউল করিম নিশান।


কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুসারে পরিবেশ দিবসের এই কার্যক্রম শুরু করা হয়।


সময় আরাে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি ফাহাদ বিন কামাল মাহিসহ কলেজ ছাত্রলীগ এবং সদর থানা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক গােফরান হসেন বাবুসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।


লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি মােঃ শাহাদাত হােসেন শরীফ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুসারে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মানবিক কর্মকান্ডসহ পরিবেশ সচেতনতায় বিগত দিন থেকে ভূমিকা রেখে আসছে।


লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে বৃক্ষরােপণের গুরুত্ব অপরিসীম। তাই লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের অধীন প্রতিটি ইউনিটকে বৃক্ষ রােপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানাে।

বিনোদন এর আরও খবর: