করোনায় আক্রান্ত হলেন রায়গন্জের তর্কবাগীশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

 প্রকাশ: ০৭ জুন ২০২০, ০৪:১৪ অপরাহ্ন   |   বিনোদন


সলঙ্গা ( সিরাজগন্জ)  প্রতিনিধি :

সিরাজগন্জের রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  সিরাজুল হক করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার ( ৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিট-১৯ ফোকাল পার্সন ডাক্তার মোঃ আবু হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ ই জুন ২৪ ঘন্টায় নতুন করে ২ জন রোগী শনাক্ত হয়েছেন। একজন ঢাকা ফেরত বনমরিচা এলাকার ৬০ বছর বয়সের একব্যক্তি। আর একজন শেরপুরে সৈয়দা কমপ্লেক্সে বসবাসরত, রায়গঞ্জ উপজেলার সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  সিরাজুল হক।  তিনি করোনায় আক্রান্ত হয়েছেন এই খবর রায়গঞ্জে পৌঁছালে এলাকায় করোনা নিয়ে সাড়া পড়ে যায়। সরকারী বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষার্থীরা সহ রায়গন্জবাসী তার আশু রোগ মুক্তির জন্য দোয়া করেন।

বিনোদন এর আরও খবর: