জনপ্রিয়তা পেল ভয়ঙ্কর করনা নিয়ে বিখ্যাত শিল্পী মনির খানের গান।

প্রতিবেদক - মোঃ রফিকুল ইসলাম :
ভয়ঙ্কর করনা নিয়ে বিশ্ব মানবতা যখন হুমকির মুখে,
লকডাউনের অভিশাপে যখন
বিষাক্ত সমগ্র ভূবন তখনই কেঁদে উঠলো শিল্পীর মন - এই না হলে সংগীত তার শিরায় প্রবাহিত হয় কেমনে বুঝবো...?
সংগীতের ভালোবাসা তার হৃদয়ে এতটুকু স্পর্শ করতে না পারলে সে কেমন শিল্পী...?
হ্যাঁ...
প্রকৃতি যখন তার রুদ্রমূর্তি দেখাচ্ছে তখন শিল্পীও তার
মনের তাজমহলের রিক্ততা প্রকাশ করেছেন গানের মাধ্যমে..!!!
আমরা শিল্পীকে কামান বা গোলা-বারুদ নিয়ে আসতে বলি না (ব্যতিক্রম শুধু কবি নজরুল, তিনি ১৯৩৯ সালে বৃটিশদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিলেন, এজন্য বৃটিশরা নজরুলের ঘরে ঢুকে তার সকল পান্ডুলিপি পুড়িয়ে দিয়েছিলেন.. শুধু তাই নয় কবির শ্রেষ্ঠ কবিতা-বিদ্রোহী যেটা ব্রিটিশদের বিরুদ্ধে লেখা । অনেকে মনে করেন : এজন্যই কবি নজরুল নোবেল পুরস্কার পান নি) । শিল্পী তার শিল্প দিয়েই সমাজ সেবা করবে ।
লকডাউনের মধ্যে সকলে ঘরে থাকলেও ঘরে থাকতে পারে নি প্রকৃত সংগীতানুরাগীর মন !
সে ঠিকই তার জীবনের সেরা অস্ত্র - সংগীত নিয়ে এগিয়ে এসেছে ।
বলছিলাম উপমহাদেশের প্রখ্যাত শিল্পী সবুজের সমারোহ, আঁকা-বাঁকা মেঠোপথ,নদী আর পাখ-পাখালির অপূর্ব মিতালীর দেশ - বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার
মাদানী গ্রামে ১৯৭২ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করা মনির
খানের কথা ।
দুই খন্দকারের অবদানেই সে আজকের এই শিল্পী মনির খান হয়ে উঠতে পেরেছে ।
কিশোর বয়সে ঝিনাইদহের গুরুজি এনায়েত খন্দকার এবং
পরবর্তীতে প্রথম এ্যালবামেই জনপ্রিয়তা পাওয়া "তোমার কোন দোষ নেই" থেকে শুরু করে আজ অবধি আছেন -"ওস্তাদজী মিল্টনখন্দকার"..
মিল্টন খন্দকারের হাত ধরেই তিনটি জাতীয় চলচ্চিত্র (২০০১-প্রেমের তাজমহল,২০০২-লাল দরিয়া এবং ২০০৫-দুই নয়নের আলো)
পুরস্কার অর্জন করেছেন এই "জীবন্ত কিংবদন্তি"..!!!
পাশাপাশি ৪২ টি সলো অ্যালবাম,৩০০ টি ডুয়েট গানও
দখলে আছে 'অঞ্জনা' খ্যাত এই
বিখ্যাত গায়কের ।
ভয়ঙ্কর করনা নিয়ে গতকাল বিকেল ৫ টায় রিলিজ হয়েছে
এই প্রখ্যাত শিল্পীর গান যেটা ইতিমধ্যেই দুই হাজারেরও (2K)বেশি বার দেখা (View) হয়েছে !!!
গানটির কথা গুলো হলো :
"তুই ছুঁয়ে দিলে লাশ হয়ে যায়,
লাশ ছোঁয় না তো কেউ,,
আতর,লোবান,সাবান দিয়ে
লাশ ধোয় না তো কেউ "..!!!
অসাধারণ ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি দেহতত্ত্ব
গান !!!
উল্লেখ্য যে, বিখ্যাত শিল্পী মনির খানের পদচারণায় মুখরিত হয়
- বাংলা ফোক গান, আধুনিক বাংলা গান,দেহতাত্ত্বিক গান ছাড়াও বাদ যায় নি বাংলা ছায়াছবির শ্রেষ্ঠত্ব