কোটচাঁদপুরের কৃতি সন্তান আসাদুল ইসলাম বর্তমানে সিনিয়র সচিব।

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরিয়ে দেওয়া সেই আসাদুল ইসলামের পদোন্নতি দিয়েছে সরকার। আজ মঙ্গলবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খাঁন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে গত ৪ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সরিয়ে পরিকল্পনা বিভাগের সচিব করা হয়।