কালীগঞ্জের আমিরুরুল হত্যাকারী শাহিন ওরফে জাম্বুকে গ্রেফতার করেছে পুলিশ।

 প্রকাশ: ১৩ জুন ২০২০, ০৭:৩৪ অপরাহ্ন   |   বিনোদন


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মসজিদ এলাকায় আমিরুল ইসলাম (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামে মৃত জবেদ আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর নির্দ্দেশে অভিযান চালিয়ে পুলিশ দুই ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত একমাত্র আসামী শাহিন ওরফে জাম্বুকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত গাছি দা।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, ছাগল বিক্রির মাত্র ৩শ’ টাকাকে কেন্দ্র করে আমিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে শাহিন ওরফে জাম্বু।

বিনোদন এর আরও খবর: