কাশিয়ানীতে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।

 প্রকাশ: ১৬ জুন ২০২০, ১০:৩৫ অপরাহ্ন   |   বিনোদন


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মুখে মাস্ক না পরায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম।

অভিযানের সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কাশিয়ানী সদর বাজার, ভাটিয়াপাড়া বাজার ও বাস স্টান্ড, পোনা কলেজ বাজার, শিবগাতি বাস স্টান্ড, মাঝিগাতি বাস স্টান্ড, জয়নগর বাজার, ব্যাসপুর বাস স্টান্ড, কাঠাম দরবস্ত নতুন বাজার, বেলতলা বাজার সহ বিভিন্ন হাট-বাজারে এ সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে মাস্ক না পরে বাইরে ঘোরাফেরার অভিযোগে ২ জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাট-বাজার, গণ পরিবহনসহ যে কোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছি।

বিনোদন এর আরও খবর: