ক্রিকেট তারকা মাশরাফী বিন মতুর্জা করোনায় আক্রান্ত।

সাইফুল ইসলাম,, ষ্টাফ রিপোর্টারঃ-
জনপ্রিয় ক্রিকেট তারকা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মতুর্জা (এমপি) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে,' শারীরিক অসুস্থতা এবং জ্বর থাকার কারণে গত বৃহস্পতিবার (১৮জুন) ঢাকা শিশু হাসপাতালের ল্যাবে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার (২০জুন) রিপোর্ট পজেটিভ আসে।
নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ জানায়,'
নড়াইলের নয়নের মণি ক্রিকেট তারকা মাশরাফী বিন মতুর্জা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন শারীরিক ভাবে সুস্থ আছেন।
নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও আমেরিকা প্রবাসী জসিমউদ্দিন কনক বলেন,' তারুণ্যের অহংকার, যুব সমাজের আইকন, নড়াইল-২ আসনের নয়নের মণি মাশরাফি বিন মর্তুজার সুস্থতা কামনা করছি।