ফরিদপুরের ভাঙ্গায় নতুন করে করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু

 প্রকাশ: ২১ জুন ২০২০, ০৯:০৮ অপরাহ্ন   |   বিনোদন


ফরিদপুরের ভাংগা উপজেলার পৌরসভার চন্ডিদাসদী গ্রামে আজ রবিবার বিকাল ৪ ঘটিকায় করোনায় আক্রান্ত হয়ে কালীপদ ভৌমিক (৬৬) নামে এক বেক্তির মৃত্যু হয়েছে।

চন্ডিদাসদী গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় কালীপদ ভৌমিক মারা যান।করোনায় মৃত্যুবরণকারী কালীপদ ভৌমিক চন্ডীদাসদী  গ্রামের মৃত্য রমেশ ভৌমিকের ছেলে।

বেশ কিছুদিন হয় জ্বর ও ঠান্ডা কাশীতে ভূগছিলেন তিনি,পরে তিনার পরিবার গত ১৪ জুন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা পরীক্ষা করিয়েছিলে।১৫ ই জুন তার রিপোর্ট পজেটিভ আসে।গত দুইদিন যাবত তার অবস্থা কিছুটা খারাপ হতে থাকে।আজ সকালে শ্বাসকষ্ট শুরু হয় তারপর শ্বাসকষ্ট কমে যায় এবং তিনি মোটামুটিভাবে সুস্থ হন।দুপুরের খাবারের পরে আবার ও কিছুটা অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যুবরণ করেন।কালীপদ ভৌমিকের মৃত্যুর মধ্য দিয়ে ভাংগা উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ১০ জন।

বিনোদন এর আরও খবর: