মোরেলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু, বাড়ি লকডাউন।

মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সোলায়মান মুন্সী (৩৫) নামের ড্রেজার শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে খুলনা নেওয়ার পথে তিনি মারা যান। সে খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের সোহরাফ মুন্সীর ছেলে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ওই যুবক বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশের সহযোগীতায় মৃতের বাড়িটি রবিবার বিকেলে লগডাউন ও পরীক্ষার জন্য ওই পরিবারের ৫ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও স্বাস্থ্য কর্মকর্তা জানান।