নড়াইল সামাজিক দূরত্ব বজায় না রাখা, অযথা ঘোরাঘুরি করায় নড়াইলের ১০জনকে জরিমানা।

 প্রকাশ: ২৬ জুন ২০২০, ১২:২৮ পূর্বাহ্ন   |   বিনোদন


নড়াইল স্টাফ রিপোর্টারঃ


করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাহিরে অযথা ঘোরাঘুরি করায় নড়াইলের কালিয়ায় অভিযান পরিচালনা করে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কলিয়া উপজেলার যোগানিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম। এ সময় যোগানিয়া বাজারে সেলুন, চা’র দেকান এবং রাস্থায় অযথা ঘোরাফেরা ও মাস্ক পরিধান না করার অপরাধে ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একহাজার চারশ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে বাহিরে অযথা ঘুরাঘুরি করায় তাদেরেকে এ জরিমানা করা হয়েছে। যারা সামজিক দূরত্ব বজায় রাখছে না তাদেরকেও জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন ভ্রাম্যমাণ আদালতের চলমান এ অভিযান অব্যাহত থাক

বিনোদন এর আরও খবর: