তাড়াশে বন্যার পানি ওঠা জমি হতে হচ্ছে গ্যাস।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালখুলা গ্রামে জমি থেকে প্রায় ১০-১৫ দিন ধরে মাটি থেকে গ্যাস বের হচ্ছে। গ্রামের পূর্ব ফসলী মাঠে আব্দুর রশিদের জমিতে বন্যার পানির ওপরে বুদবুদ করে যে পদার্থ বের হচ্ছে, তাতে আগুন দিলে ক্ষণিকের জন্য জ্বলে ওঠে। তা দেখার জন্য এলাকার কৌতূহলী মানুষ ভিড় করছে। ঐ এলাকায় প্রাকৃতিক গ্যাস আছে কিনা খতিয়ে দেখার জন্য এলাকাবাসী সংশ্লিষ্টদের কাছে দাবী জানাচ্ছেন। জমির মালিক আব্দুর রশিদ জানান,বেশ কয়েক দিন ধরে জমিতে পানির মধ্যে বুদবুদ করে কিছু উঠছে। সেখানে পানির ঘনত্ব বেশি এবং পানির ওপরের অংশে কেরোসিন তেলের মতো কিছু ভাসে। সেখানে আগুন দিলে জ্বলে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর সমকালকে বলেন, 'তাড়াশের জমি থেকে ওঠা ওই পদার্থ গ্যাস, তবে তা উত্তোলনযোগ্য নয়। মাটির নিচে কোনোকিছু পচে গিয়ে হয়তো এ ধরনের গ্যাস বের হয়। যা শুনেছি তাতে সেটি বড় ধরনের কোনো প্রাকৃতিক গ্যাসের বিষয় নয়।এ প্রসঙ্গে তাড়াশের ইউএনও ইফফাত জাহান বলেন, তিনি এটি জানার পর সিরাজগঞ্জ পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন শিগগিরই একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করবে।