অসহায় মানুষের সুখেদুঃখে ছায়ার মতো নিজেকে নিয়োজিত রেখেছেন হক সাব মেম্বার।

সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ
ফেনী -১ আসনের সংসদ সদস্য আন্তর্জাতিক নারী নেত্রী জাসদের সাধারন সম্পাদক শিরিন আখতার এর আস্থাভাজন ঘোপাল ইউনিয়নের জাসদের সাধারন সম্পাদক ও ১নং ওয়ার্ডের ইউ পি সদস্য মাহবুবুল আলম হকসাব মেম্বার।
করোনা মহামারিতে যেখানে সবাই নিজের সুরক্ষার কথা চিন্তা করে ঘরে অবস্থান করেছে তখন মানুষের পাশে নিজেকে বিলিয়ে দিয়েছেন হক সাব মেম্বার।
সুষ্ঠু ভাবে ত্রাণ বণ্টন করা,সর্ব দলের লোকজন, সমাজের অসহায় মানুষ কে মূল্যায়ন করা সহ সব কাজ এমন সুন্দর ভাবে সম্পন্ন করেছে তা দেখে এলাকাবাসী খুশী।
১নং ওয়ার্ডে দূর্গাপুরে ও জেলে পাড়ায় হিন্দু বসবাস।হিন্দু জনগোষ্ঠীরা পেয়েছে মুসলমানের মতো ত্রাণ। হিন্দু মুসলিম আলাদা করে কোন সুযোগ সুবিধা পায় নাই।সবাই সমানুপাত পেয়েছে।
রাতে গ্রাম্য পুলিশের সাথে রাত জেগে জনগন কে পাহারা দিয়েছে। প্রতিটি বাড়ীতে খোঁজ নিয়ে দেখেছে কেউ বাদ যাচ্ছে কিনা।লজ্জায় যারা আসতে পারে নাই তাদের ঘরে সি এন জি করে পাঠানো হয়।সুষ্ঠ ত্রাণ বণ্টন করে সুশৃঙ্খল ভাবে বিতরণ করে।কারো অভিযোগ পাওয়া যায়নি এই পর্যন্ত।
রাতদিন সমানতালে চলছে মানব সেবা।মানবিক মেম্বার হিসাবে পরিচিতি লাভ করেছেন হক সাব।ঘরেঘরে সরকারি উপহার নিজ দায়িত্ববোধে পৌঁছে দিয়েছেন।এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।