গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত গ্রেপ্তার।

 প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:৩৫ অপরাহ্ন   |   বিনোদন


গোপালগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও ১০ মামলার আসামি নুরুল ইসলাম সাদ্দাম ওরফে আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাত নুরুল ইসলাম সাদ্দাম ওরফে আলম ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দা গ্রামের আব্দুল হক শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে। পরে স্থানীয়রা ডাকাত নুরুল ইসলাম সাদ্দামকে ধরে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার ডাকাত নুরুল ইসলাম সাদ্দামের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও গরু চুরিসহ ১০টি মামলা রয়েছে।

বিনোদন এর আরও খবর: