মাগুরায় মেয়াদউর্ত্তীন কোমল পানি খেয়ে দুই জনের মৃত্যু।

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২০, ০১:০২ পূর্বাহ্ন   |   বিনোদন


 এম এ অয়ন মাগুরা প্রতিনিধি:


মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে শনিবার সকালে মোঃ শিমুল মোল্যা (১০) নামে এক শিশু কোমল পানিয়ের বিষক্রিয়ায় মারা গেছে। একই সঙ্গে তার বড় বোন মোছা: আবেদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। শিমুল বিনোদপুর গ্রামের আরজু মোল্যার ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। মাগুরা সদর হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা যায়, গতরাতে শিশু শিমুল ও তার বড় বোন ভাত খাবার পর স্থানীয় দোকান থেকে কেনা একটি মেয়াদোত্তীর্ণ কোমল পানিয় সেভেন আপ ভাগ করে পান করে। রাতে ঘুমানের পর ভোররাতে তাদের পেটেব্যাথা শুরু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে আনা হলে ভোর ৬ টার দিকে শিমুল মারা যায়। এ সময় গুরুতর অসুস্থ তার বোন আবেদিনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা, পরবর্তীতে হাসপাতালে তার ও মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাধারণ মানুষ মনে করে করোনা কালীন সময়ে দোকানে মজুদকৃত কোমল পানীয়র অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর প্রকাশ্য দিবালোকে কিছু অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়ীরা সে সব মেয়াদ উত্তীর্ণ  খাদ্য সামগ্রী বিক্রি করছে। তাই প্রশাসনের উচিত অচিরেই এগুলো ধ্বংস করা, তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা দায়ের হয়েছে।

বিনোদন এর আরও খবর: