ইমাদ পরিবহন থেকে অস্ত্রসহ ৭ জন ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২০, ১২:২৮ পূর্বাহ্ন   |   বিনোদন


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের কা‌শিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে ইমাদ পরিবহনের একটি বাস থেকে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পু‌লিশ।

অস্ত্রসহ আটকের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন কা‌শিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ‌জিজুর রহমান।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা ভাঙ্গা হাইও‌য়ে থানা, গোপীনাথপুর পু‌লিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অ‌ভিযা‌নে রাত পৌ‌নে ১টার দিকে দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাতকে গ্রেফতার ক‌রি। য‌দিও আটককৃত‌দের নাম  জানতে পারলাম 

-১.ইলিয়াছ শেখ(২৮)

২. জিয়া তালুকদার (২৫)

 ৩. ফরহাদ শেখ(২৬) 

৪. আশিক (২৫)

 ৫. বাবুল শিকদার(৩০) 

৬. কালাম শেখ(২৮) 

৭. শরীফুল (২৫).


ইমাদ প‌রিবহ‌নের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম জানায়, রাত সা‌ড়ে ১০টার দি‌কে খুলনার দু‌টি কাউন্টার থে‌কে আটককৃত ৭ জন যাত্রী ঢাকার উ‌দ্দে‌শ্যে টি‌কিট কে‌টে বা‌সে ও‌ঠে। কিন্তু তাদের গ‌তি‌বি‌ধি স‌ন্দেহজনক ম‌নে হ‌লে ফ‌কিরহাট নে‌মে ভাঙ্গা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা‌কে জানানো হয়। এরপর পু‌লি‌শের টিম নি‌য়ে ভাটিয়াপাড়া থে‌কে এ‌দের অস্ত্রসহ আটক ক‌রে। আটককৃতরা ডাকা‌তির প্রস্তু‌তি নি‌লেও ডাকা‌তি করার সু‌যোগ পায়‌নি।

ডাকাতদের ফাঁসি চাই কারন এ ধরনের ডাকাতি করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা এমনকি মৃত্যু পর্যন্ত হয়।তাই ফাঁসি কার্যকর করলে পরবর্তীতে আর বাংলাদেশে কোথাও ডাকাতি করার সুযোগ পাবে না বলে মনে করেন তিনি।

বিনোদন এর আরও খবর: