সাত দিন পর টুঙ্গিপাড়া থেকে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার।

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪ পূর্বাহ্ন   |   বিনোদন


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জে নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র হাবিল সিকদার (১৯) এর লাশ ৮ দিন পর টুঙ্গিপাড়া থেকে উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় মধুমতি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৃত হাবিল সিকদারের ছোট ভাই রাসেল সিকদার ঘটনা স্থলে গিলে হাবিল সিকদারের লাশ বলে শনাক্ত করে বাড়ি নিয়ে যায়। ‌এ সময় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশ।

মৃত হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।


প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঝাঁকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর এলাকায় নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। এ সময় সে পানিতে পড়ে যায়। পানিতে পড়ে যাবার পর আর সে পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুজি করে। খুলনা থেকে ডুবুরী দল এসেও তার লাশ উদ্ধার করতে পারেনি।

বিনোদন এর আরও খবর: