যুদ্ধবিরতিতে সম্মত আজারবাইজান ও আর্মেনিয়া।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন   |   বিনোদন


থানা প্রতিনিধি মোঃ রিয়াজঃ

 অবশেষে টানা দুই সপ্তাহ ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটতে চলেছে।

রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আজারবাইজান ও আর্মেনিয়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের মাধ্যমে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।আজ শনিবার দুপুর থেকে টানা ১০ ঘন্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।


২৭ সেপ্টেম্বর বিতর্কিত নাগরনো-কারাবাখ নিয়ে লড়াই শুরু হয় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। নাগরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এটি দখলে রেখেছে আর্মেনিয়ার মদদপুষ্ট গোষ্ঠী।


 গত দুই সপ্তাহের সংঘাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া যৌথভাবে সংঘাত অবসানের আহ্বান জানালেও আজারবাইজান তা প্রত্যাখ্যান করে আসছিল। শুক্রবার শেষ পর্যন্ত মস্কোর প্রস্তাবে সাড়া দেয় আজারবাইজান।

বিনোদন এর আরও খবর: