মুজিববর্ষ উপলক্ষে নির্বাহী সম্পাদক ও প্রকাশক এর যৌথ শুভেচ্ছা বানী।

 প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৫:৪৬ অপরাহ্ন   |   সাক্ষাৎকার




"আলোচিত বার্তা" ও "মুকসুদপুর প্রতিদিন" এর নির্বাহী সম্পাদক জনাব,খন্দকার সালাউদ্দিন রানা।
এবং প্রকাশক মোঃ আরকান শরিফ মুজিববর্ষ উপলক্ষে এক যৌথ শুভেচ্ছা বানীতে পত্রিকার অগণিত পাঠক, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা সহ সকল দেশবাসীকে  আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, যে বঙ্গবন্ধুর আদর্শ আমরা হারিয়ে ফেলতে বসেছি, সেই নেতাকে দেখে বিশ্ব দিয়েছিল অভূতপূর্ব কিছু বিশেষণ। তাকে নিয়ে কিউবার প্রখ্যাত নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।’ নিউজ উইক বঙ্গবন্ধুকে উল্লেখ করেছিল ‘পোয়েট অব পলিটিক্স’ নামে। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা মন্তব্য করেছিল- ‘মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না।’
তাই আসুন আমরা সকলে মুজিব আদর্শকে বুকে ধারন করে, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসি

সাক্ষাৎকার এর আরও খবর: