সারা দেশে রেলওয়ে কর্মবিরতি থাকলেও কাশিয়ানীতে চলছে রেললাইনের কার্যক্রম

 প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১০:১৭ অপরাহ্ন   |   কাশিয়ানী



হাফিজুর রহমান কাশিয়ানী গোপালগঞ্জ 



সারাদেশে চলছে করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য সরকার সারাদেশে ছুটি ঘোষণা করেছে। কিন্তু রাজবাড়ী টু ভাটিয়াপাড়া রেল রাস্তার কাজ চলিতেছে এসময়  রাস্তার কার্যক্রম চলার সময়  ধুলাবালিতে এলাকাবাসীর সমস্যা হয়।


এসময়ে সেখানে উপস্থিত ছিলেন   আবুল হোসেন বলেন, সারাদেশে করোনা পরিস্থিতি নিয়ে সতর্কতা রক্ষার জন্য সরকার ছুটি ঘোষণা করেছে। তবে রেল মন্ত্রণালয়ে থেকে সাধারণ ছুটি না থাকায় তাদের করোনার এ পরিস্থিতিতে কাজ করা লাগছে।



শ্রমিকরা বলেন, তাদের কাজ করার জন্য তাদের সঠিক কোন পিপিই না থাকায় তাদের কাজ করতে অসুবিধা হয়।তাদের রেলওয়ে কতৃপক্ষ থেকে শ্রমিকদের  কোন  সুরক্ষা কার্যক্রম গ্রহন করা হয় নি।তবে এ বিষয় নিয়ে কালুখালী পি, ডব্লিউ, জিহাদ 

আইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ভুয়া সংবাদিক বলে লাঞ্ছিত করে।




কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, পি, ডব্লিউ আইয়ের কাছে ফোন করে জানতে চাইলে তিনি ভুয়া সংবাদিক কথাটি অস্বীকার করেন।

কাশিয়ানী এর আরও খবর: