কশিয়ানীতে নিজ উদ্যোগে কাশিয়ানী বাজার ও কাশিয়ানী দক্ষিণ পাড়ায় জীবাণুনাশক স্প্রে ছিটালেন- ফয়সাল আহমেদ।

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১২:০৫ পূর্বাহ্ন   |   কাশিয়ানী


হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ) 

দিন দিন বাড়তে শুরু করছে করোনা ভাইরাসে সংক্রমণের এই মরননাশক রোগ।


তবে এই রোগ নিরাময়ের জন্য বসে নেই ছাত্রলীগের কর্মীরা।


গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজ উদ্যোগে  কাশিয়ানী বাজার ও কাশিয়ানী দক্ষিণ পাড়ায়  জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে জীবানু মুক্ত করছে  ঢাকা মহানগর উত্তর  ছাত্রলীগের সহ-সম্পাদক ফয়সাল আহম্মেদ। 


আজ (০৯ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ১২ টা সময় এ কার্যক্রম করা হয় এবং মানুষের মাঝে সচেতনতা মুলক কথা বলেন ঘরে থাকুন সুস্থ থাকুন,  করোনা হতে নিজেকে রক্ষা করুন। 


এসময়ে তার সাথে  অংশগ্রহণ করেন, এস এম আসিফ শোয়েব, পারভেজ আহমেদ,ধ্রুবো, আরাফাত জয়, নাহিদুল হক, ছাড়াও এলাকাবাসী এ কার্যক্রমে অংশ নেন।

কাশিয়ানী এর আরও খবর: