বেনাপোলে তিন চালের গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন   |   খুলনা




মনা,নিজস্ব প্রতিনিধিঃ

চালের দাম স্থিতিশীল রাখতে যশোরের শার্শা ও বেনাপোলের তিনটি চালের গুদামে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার (২৫জানুয়ারি) সকালে উপজেলা কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিষ্ট্রেট ফারহানা ইসলাম জানান, বেনাপোল বাজারের ভুইয়া ট্রেডার্স ৫০০০টাকা, হাজি ষ্টোর ১০,০০০ ও লিপু এন্টারপ্রাইজে ৫০০০টাকা, অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সব চালের আড়তে মূল্য তালিকা না থাকা, দাম বৃদ্ধিসহ প্রচুর পরিমানে চাল মজুদ করার অভিযোগে জরিমানা আদায় করা হয়। সতর্ক করা হয়েছে অনেক চালের দোকানে। এ ছাড়া ন্যায্য মূলে চাল কেনা-বেচায় গনসচেতনতা বাড়ানো হচ্ছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর রাসিদা খাতুন ছাড়াও পুলিশ ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সদস্যরা ও স্থানীয় ব্যাবসায়ী নেতারা।

খুলনা এর আরও খবর: