ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সফল অধিনায়ক মেয়র আতিকুল ইসলাম

 প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৮:১১ অপরাহ্ন   |   লাইফস্টাইল





ছবি ফাইলঃ

"একজন মেয়র"

               শফিকুল ইসলাম রুম্মান।


যন্ত্রণায় কাতর ছিলাম, তবু স্বপ্নগুলো ছিলো সীমাহীন 

হবে উন্নয়ন, শোধ করবে কি কেউ এই নগরবাসীর ঋন?

যোগ্য মেয়র আসবে হয়ে, হবে আমাদের নায়ক! 

মেয়াদ পূর্ণে দেখবো মোরা, তারই কাজের ঝলক!!


তোমার কাজের অগ্রগতি, সিভিল এভিয়েশনের খাল খনন।

তারই সুফল ভোগ করছে এখন আশকোনার জনগন।

লাউতলা খাল উদ্ধার ছিলো তোমার দৃঢ় চেতা সংকল্প,

পানি প্রবাহের স্রোত দেখে হার মেনেছে রূপকথার গল্প। 


ডেঙ্গু প্রতিরোধে শক্ত হাতে করছো চিরুনী অভিযান, 

তারই সুফল ভোগ করছি গত দুই বছরে তা প্রতীয়মাণ।

স্লোগান তোমার সকাল দশটায় দশ মিনিট প্রতি শনিবার। 

নিজ বাসা বাড়ির ময়লা আবর্জনা করবো মোরা পরিস্কার।।


ইউলুপের মাধ্যমে যানজটের সমস্যার করছো সমাধান,

আশানুরূপ ফলও দেখবো যা এখন নূন্যতম সময়ের ব্যবধান।

যানজট নিরসনে নগর পরিবহন সেবা ভালো পদক্ষেপ,

আগামীতে এর সুফল পাবো, ঘুচবে নগরবাসীর আক্ষেপ।


নগরের প্রতিটি রাস্তা ও গলি এখন কার্পেটিংয়ে মোড়ানো,

সৌন্দর্য্য বর্ধনে ডিভাইডেশনের কাজ যেন হৃদয় জুড়ানো!

নগরের রাস্তায় ময়লা আবর্জনা সময় মতো হয় পরিস্কার,

রাতের নগরে এই কর্মযজ্ঞে নেমে পড়েন সকল ঝাড়ুদার।।


প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার মাধ্যমে করেছো মাদক নির্মূল,

যুব সমাজ উৎসাহ নিয়ে খেলছে ফুটবল, ক্রিকেট ও ভলিবল।।

সফলভাবে শেষ হয়েছে টুর্নামেন্ট, সকল ওয়ার্ডের প্রতিযোগিতা, 

আগামী বছরেও তাই দেখতে পাবো এরই ধারাবাহিকতা।। 


ফুটপাত দিয়ে হাটবে জনগন থাকবেনা কোন দোকান,

হুংকার দিয়ে ঘোষণা করেছো এটাই তোমার স্লোগান। 

চাঁদাবাজদের করেছো সতর্ক, দিয়েছো আল্টিমেটাম,

পূনর্বাসনের মাধ্যমে করবে এই সমস্যার সমাধান।।


বিভিন্ন ওয়ার্ডে পার্ক ও খেলার মাঠ করেছো উদ্বোধন,

এ কারনে হয়েছো তুমি, নগরবাসীর অতি প্রিয়জন।

বিশ্বাস করি পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে করবে এমন কাজ,

এরই ফলে নগর থেকে পালাবে সকল জমি খেকো ধান্দাবাজ।


দেখেছি মোরা মুগ্ধ পলকে তুমি কি করতে পারো, 

স্বপ্নগুলো সত্যি হচ্ছে, দেখছি তাই আশার আলো।

সবাই মিলে সবার ঢাকা এখন নগরবাসীর স্লোগান। 

সুস্থ সচল আধুনিক ঢাকা ধীরে ধীরে হচ্ছে দৃশ্যমান।।

লাইফস্টাইল এর আরও খবর: