৮৪৮ ইউপিতে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ ১১ নভেম্বর

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ অপরাহ্ন   |   জাতীয়


ডেস্ক রিপোর্ট, 

দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর

দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। আজ বুধবার নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


 ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ২৬ অক্টোবর। ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর।



আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের ১০টি পৌর নির্বাচনেরও তারিখও চূড়ান্ত করা হয়। ২ নভেম্বর ওই নির্বাচন হবে।


পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিস্তারিত জানান ইসি সচিব। এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ুন কবীর, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান ও এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।



ঘোষিত তফসিল অনুযায়ী, সিরাজগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কাছে ১০ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২ নভেম্বর।


আর ১০ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২ নভেম্বর।


সিরাজগঞ্জ ও ১০ পৌরসভা এবং ২০ ইউপিতে ইভিএমে ভোট হবে। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে।


চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হলেও সদস্যপদে নির্দলীয় প্রতীকে ভোট হবে ইউপিতে।


জাতীয় এর আরও খবর: