খানসামায় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইনিং উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদান

 প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ১০:১৭ অপরাহ্ন   |   জাতীয়



লিটন ইসলাম

উপজেলা প্রতিনিধি

খানসামা, দিনাজপুর


আগামী ১১ ডিসেম্বর ২০২১ থেকে ১৪ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বাংলাদেশের সর্বত্রই চলবে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। ভিটামিন-এ অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে, শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় । বাংলাদেশে ভিটামিন 'এ' এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করে থাকে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের (<১%) নিচে কমিয়ে আনা এবং অব্যাহত রাখা ও ০৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার উদ্দেশ্যে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়ে থাকে। সুষ্ঠ ভাবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনিং সম্পন্ন করতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার পশ্চিম বাসুলি কমিউনিটি ক্লিনিকে স্থানীয় তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করা হয় ও স্বেচ্ছাসেবী সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা প্রধান ডাক্তার মিজান, খানসামা দিনাজপুর সহ স্বাস্থ্য সেবিকা-সেবক । প্রশিক্ষণ প্রদান শেষে তিনি স্বেচ্ছাসেবকদের সাধারণ প্রশ্নের মাধ্যমে যাচাই করেন প্রশিক্ষণ থেকে তারা কতটুকু গ্রহণ করতে পেরেছে। সেই সাথে সকলকেই আহ্বান করেন নিজ নিজ এলাকায় ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কেন্দ্রে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য।

জাতীয় এর আরও খবর: