ব্রেইন টিউমারে আক্রান্ত আখি খাতুনের পাশে ঢাকাস্থ বেনাপোল সমিতি।

মনা যশোর প্রতিনিধিঃ
সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেনাপোল পোর্ট থানার অন্তর্গত গয়রা গ্রামের মোসা: আখি খাতুন, পিতা মোঃ ইয়ারফ আলী – ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটাল, শের-ই-বাংলা নগর, ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা বাবদ প্রায় ১.৫০ লক্ষাধিক টাকার প্রয়োজন।
আখির পিতা মোঃ ইয়ারফ আলী বেনাপোল ল্যান্ড পোর্টের ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের একজন সদস্য, যিনি আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল। এই কঠিন সময়ে আখির পরিবার ঢাকাস্থ বেনাপোল সমিতির নিকট সাহায্যের আবেদন জানালে, সমিতির সম্মানিত কার্যনির্বাহী পরিষদ ও সদস্যবৃন্দ আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সমিতির সাবেক সভাপতি মোঃ শফি কদর, প্রচার সম্পাদক মো. শিমুল হক এবং ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান এর উপস্থিতিতে আখি খাতুনের পিতা মোঃ ইয়ারফ আলীর হাতে প্রতিশ্রুত অনুদান হস্তান্তর করা হয়।
ঢাকাস্থ বেনাপোল সমিতির পক্ষ থেকে আমরা আখি খাতুনের দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। সেই সাথে আখি খাতুনের পাশে দাঁড়ানো সকল সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।