সেনাবাহিনীর যৌথ অভিযানে নড়াইল কালিয়া উপজেলায় পুরুলিয়া একটি দেশীয় তৈরী শুটারগান-গুলি ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৩।

 প্রকাশ: ১১ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন   |   সারাদেশ




মনা যশোর প্রতিনিধিঃ

উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ায় তিনটি বাড়িতে শনিনবার গভীররাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃআনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে নাজিম উদ্দিন শেখ(৪৫), মৃত এনামুল মোল্লার ছেলে মোঃচঞ্চল মোল্যা(৪৫) কে আটক করা হয়।

এসময় আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ ১টি দেশীয় শুটারগান, ৬ রাউন্ড তাজা কার্তুস, ১৭ টি ব্লাংক কার্তুজ, অ্যামোনেশন (কার্তুজ) বানানোরউপকরণ,২ টি চাইনিজ কুরাল, ২ টি ছুরি,৭ টি স্যানদা, ৭ টি বল্লম, ১টি ট্যাটা, ২টি তিরধনুক,৩ টি চাপাতি, ১৯ টি সোরকি,৬ টি ঢাল,২টি শর্ট গানের কভারসহ বিভিন্নধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

কালিয়া থানাসুত্রেজানা গেছে, আসামিদের নামে অস্ত্র আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে, তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

সারাদেশ এর আরও খবর: