COVID-19 বুস্টার ডোস সম্পর্কে জরুরী তথ্য।

বুস্টার ডোস সম্পর্কে জরুরী তথ্য :-
বুস্টার ডোজ নিতে আবার নতুন করে নিবন্ধন করতে হবে না । আপনাদের যদি প্রথম দুটি ডোজ নেওয়া হয়ে থাকে এবং প্রথম দুই ডোজ টিকা নেওয়ার ছয় মাস পার হয়ে থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি পূর্বের টিকাকেন্দ্র থেকে একটি এসএমএস পাবেন এবং এসএসএসে উল্লেখ করা তারিখ অনুযায়ী আপনাদের পূর্বের সেন্টারে যেয়ে টিকা নিতে হবে।
আপনি আগে অ্যাস্ট্রাজেনেকা কিংবা সিনোফার্মের টিকা নিয়েছেন। কিন্তু এখন বুস্টার ডোজ হিসেবে আপনি ফাইজারের টিকা নিলে সেটা কতোটুকু কার্যকর হবে কিংবা কোনো ঝুঁকি আছে কিনা? আসলে সারা পৃথিবীতেই এরকম মিক্স অ্যান্ড ম্যাচ বা বুস্টার ডোজের অনেকরকম পরীক্ষা করেই নির্ধারণ করা হয়েছে এবং দেওয়া হচ্ছে। এটা বেশ কার্যকরী। সে কারণেই তৃতীয় ডোজ হিসেবে বাংলাদেশে কেবল ফাইজারের টিকাটিই দেওয়া হবে। সুতরাং আপনি আগে যে ভ্যাকসিনই নেন না কেন বুস্টার ডোজ হিসেবে আপনাকে ফাইজারের টিকা নিতে হবে।
মুস্তাফিজ খন্দকার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুকসুদপুর উপজেলা