ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি

স্বৈরাচারবিরোধী লড়াই অব্যাহত থাকবে : ওয়াদুদ ভূইয়া
মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বর্ণাঢ্য বিজয় র্যালি ও জনসমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি জেলার নয়টি উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাপলা চত্ত্বর মুক্তমঞ্চে এসে জনসমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন,
“গত ১৫ বছর ধরে স্বাধীনতাবিরোধীরা শেখ হাসিনার আচলের নিচে থেকে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে এসেছে। তারা যেন আর কখনো আশ্রয়-প্রশ্রয় না পায়, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী দোসরদের চক্রান্ত প্রতিহত করতে হবে। কালো টাকা দিয়ে সাধারণ মানুষের বিবেক কেনার যে অপচেষ্টা চলছে, তা বন্ধ করতে হবে। বিএনপি কোনো নতুন স্বৈরাচার, প্রতারক কিংবা ক্ষমতার অপব্যবহারকারীর জন্ম হতে দেবে না। এসব মাথায় রেখে আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এম. আবছার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু এবং সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা।
নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।