গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক কমিটির আনন্দ মিছিল।

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার নতুন আহবায়ক কমিটির আনন্দ মিছিল করেন। নতুন আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন এলাকা গড়ে এবং পুরুষও মহিলা কর্মীদের মাঝে আনন্দ উৎসব মুখর দেখা যায়। তাই আজ মনে হল জাতীয় পার্টি গাজীপুর নতুন প্রাণ ফিরে পেল।
গাজীপুর মহানগর জাতীয় পার্টির নতুন কমিটির আহবায়ক সাবেক সচিব মোহাম্মদ নিয়াজ উদ্দিন সদস্য সচিব মোশারফ হোসেন সাথে ছিলেন কেন্ত্রীয় নেতা শেখ মাসুদ, স্থানীয় নেতা এডভোকেট মনোয়ার হোসেন, পবন চন্দ্র মোঃ জহিরুল ইসলাম সরকার মোঃ আবুল কালাম, মোঃ ফয়সাল রানা, মোঃ জাকির হোসেন মোঃ আজিজ আহমদ আরো বিভিন্ন মহানগর থানা থেকে আগত নেতৃবৃন্দ । উক্ত মিছিলটিতে নতুন আহবায়ক সাবেক সচিব এম এন নিয়াজ উদ্দিন অসুস্থতার কারণে উপস্থিত ছিলেন না।সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন বলেন যে সকলে ঐক্যবদ্ধ থেকে সকল দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করেন। আরো বলেন দেশে আজ নারী নির্যাতন, ধর্ষণ, মাদকসেবনকারী ও বিক্রয়কারী সংখ্যা বেড়ে গিয়েছে।জাতীয় পাটি তা বরদাস্ত করবে না। পার্টি থেকে বহিষ্কার করা হবেযাহারা এসব কর্মের সাথে জড়িত থাকবে।