ভ্যান চালকের অপর খুনিকেও গ্রেফতার করল ফুলবাড়ী থানার চৌকস পুলিশ।

বাদশা আলী,ফুলবাড়ী- পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট সৈয়দপুর গ্রামের ভ্যানচালক হাছেন বাবু (৩২) হত্যার অন্যতম প্রধান ঘাতক মিনছের আলী ওরফে আলামিন (২০) নামের এক মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানার চৌকস পুলিশ।
গত শনিবার (১৭অক্টোবর) রাত ৯টায় নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। আটক মিনছের আলী (আলামিন) পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার কাটলা সারংপুর গ্রামের মৃত আজাহার আলীর পূত্র।
থানা সূত্রে জানা যায়, ভ্যানচালক হাছেন বাবু হত্যার রহস্য উদ্ঘাটন করে জুয়েল নামের এক আসামিকে গ্রেফতারের পর অপর আসামিকেও চিহ্নিত করা হয়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় এর নেতৃত্বে তাকে নিজ বাড়ি (কাটলা, সারংপুর) হতে আটক করে পর দিন (রবিবার) সকালে আদালতে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, গ্রেফতার দুই আসামিই মাদকাসক্ত। মাদকের টাকা যোগাড় করতেই ঐ ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরের দিন বিরামপুর হাটে একটি গ্যারেজ থেকে পরিত্যাক্ত অবস্থায় তার ভ্যানটি উদ্ধার করে পুলিশ। মুলতঃ মাদকের টাকার জন্যই এই হত্যাকাণ্ড। তাই মাদকের বিষাক্ত ছোবল থেকে সমাজকে বাঁচাতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর নিজ বাড়ি (মাদিলা সৈয়দপুর) হতে ব্যাটারী চালিত ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন বাবু। পরদিন সকালে মাদিলাহাট-বিরামপুর সড়কের বলিভদ্রপুরে ধান ক্ষেতে পাওয়া যায় বাবুর গলা কাটা লাশ। ঐ দিনই নিহত বাবুর চাচা আব্দুর রউফ বাদি হয়ে অজ্ঞতদের আসামি করে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং ৮।
হত্যাকাণ্ডের মাত্র চার দিন পরই (১২অক্টোবর) হত্যার রহস্য উদ্ঘাটন ও জুয়েল নামের এক মাদকাসক্ত ঘাতককে গ্রেফতার করে ব্যাপক সুনাম অর্জন করে ফুলবাড়ী থানা পুলিশ। এরপর গত শনিবার (১৭অক্টোবর) বিট পুলিশিং সমাবেশের শত ব্যস্ততার মাঝেও অপর আসামিকেও ধরতে সামর্থ্য হয় ফুলবাড়ী থানার চৌকস পুলিশ সদস্যরা।