টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন উদযাপন।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০২:০৮ পূর্বাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শেখ রাসেল শিশু নিকেতনের ছোট সোনা মনিরা। শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল শিশু নিকেতন ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের নেতৃবৃন্দ।

পরে শেখ রাসেল পৌর শিশু পার্কে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শেখ রাসেল শিশু নিকেতনের প্রধান শিক্ষক শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ টুঙ্গিপাড়া শাখার সভাপতি কামরান শেখ, সাধারণ সম্পাদক বরকতউল্লা শেখ এ সভায় বক্তব্য রাখেন।

জাতীয় এর আরও খবর: