সৈয়দপুরে প্রতিবন্ধী(অস্বচ্ছল) এর ওব্যাট থিং ট্যাংকের খাদ্য সহায়তা প্রদান।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০২:৫৭ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ আমির হোসেন সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধিঃ  

 নীলফামারী জেলার  সৈয়দপুর উপজেলার অস্বচ্ছল প্রতিবন্ধিদের হাতে ৪০ কেজি করে খাদ্য  সামগ্রী তুলে দিয়েছে ওব্যাট থিংক ট্যাংক নামক স্বেচ্ছাসেবী সংস্থা।

আজ রবিবার দুপুরে (১৮ অক্টোবর) শহরের চাঁদনগরে ওব্যাট থিংক ট্যাংক অফিস হতে প্রতিবন্ধিদের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।


খাদ্য সহায়তা স্বরুপ ১৫ কেজি চাল, ১০ কেজি আটা, ২ কেজি তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন, ২৫০ গ্রাম দুধ, ২০০ গ্রাম চাপাতা সহ  মোট ৪০ কেজি করে খাদ্য সামগ্রী ৩২ জন অসহায় প্রতিবন্ধিদের দেওয়া হয়। 


এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরমান হোসেন রনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধিদের মাঝে ওই খাদ্য সামগ্রী তুলে দেন। প্রধান অতিথি বলেন, এটা কোন সাহায্য নয় এটা আপনাদের প্রাপ্য। উক্ত বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর সভাপতি নওশাদ আনসারী, প্রান্তিক উন্নয়ন সোসাইটির এরিয়া কর্ডিনেটর ইরফান আজম, ওব্যাট হেল্পার্স সৈয়দপুর এর প্রজেক্ট অফিসার মাহফুজ আলম, ওব্যাট ব্যাক টু স্কুলের প্রধান শিক্ষিকা তাবাসসুম আক্তার, মনজুর আলম তন্ময়, গরিব চিকিৎসা সেবার হাফিজুর রহমান প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওব্যাট থিংক ট্যাংক সৈয়দপর শাখার সভাপতি ফারুক হোসেন।


থিংক ট্যাংক এর রেয়াজ, রাব্বি, জামিল হাসান, আফসানা পারভীন, তানভির হোসেনসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন মহল্লা থেকে অসহায় প্রতিবন্ধিদের ওই তালিকা তৈরি করে।


এসময় থিংক ট্যাংক সভাপতি ওমর ফারুক বলেন, প্রতিবন্ধিরা আমাদের সমাজেরই অংশ। সত্যিকার অর্থে যারা গরীব, অসহায়, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতিবন্ধি তারা যেন এই সহায়তা পায়, সেই লক্ষ্যেই আমাদের এই খাদ্য বিতরণ। 


উল্লেখ্য যে যুব উন্নয়নে কাজ করার পাশাপাশি ওব্যাট থিং ট্যাং ঝরে পড়া শিক্ষার্থীদের নিজ খরচে শিক্ষায় ফিরিয়ে আনা,প্রতিবছর দুই ঈদে অসচ্ছল অসহায়দের খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ ও বিনামূল্যে গরীব শিক্ষার্থীদের পাঠদানসহ মানবতার সেবায় কাজ করেই চলছে।

জাতীয় এর আরও খবর: