চবিতে জট নিরসনে আইইয়ারের তিন দফা দাবি।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৩:০০ পূর্বাহ্ন   |   জাতীয়


চবি প্রতিনিধিঃ

 দীর্ঘমেয়াদি জট নিরসনের জন্য তিন দফা দাবি জানিয়ে রেজিট্রার বরাবর আবেদন দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইয়ার) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।আজ রবিবার (১৮ অক্টোবর)  শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ সেশনের একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিন দফা দাবি যুক্ত দরখাস্ত জমা দেয়।

জট নিরসনে তাদের তিন দফা দাবি হলো:

এক. অনলাইনে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দিয়ে কোর্স শেষ করা। করোনা গেলে ফার্স্ট ইয়ার দেওয়ার পর পরই সেকেন্ড ইয়ার দিতে পারবো।

দুই. স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা করা অথবা অনলাইন এক্সামের ব্যাবস্থা করা।

তিন. অটো প্রমোশনের ব্যবস্থা করা। এক্ষেত্রে সেকেন্ড, থার্ড ও ফোর্থ ইয়ারের রেজাল্টের ভিত্তিতে ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেওয়া।

এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বশির আহমেদ বলেন,শিক্ষার্থীরা আমাকে সেশনজটের বিষয়ে কোনো ধরণের অভিযোগ বা দরখাস্ত দেয়নি। শিক্ষার্থীদের উচিত ছিল রেজিস্ট্রারকে অভিযোগ দেয়ার আগে বিষয়টা আমাকে জানানো।তিনি আরও বলেন, সেশনজট সমস্যাটা আমি পরিচালক হওয়ার আগে থেকেই চলে আসতেছে। পরিচালক হওয়ার পর আমি চেষ্টা করেছি যাতে যতটা সম্ভব সেশনজট কমিয়ে আনা যায়। এ উদ্দেশ্যে আমি বেশ কয়েকটি ব্যাচের পরীক্ষাও কন্টাক্ট করি। কিন্তু করোনার কারণে তা আটকে যায়। আমরা করোনাকালীন সময়েও মাস্টার্স এবং চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছি।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে দরখাস্ত দিয়েছে৷ আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করব।

জাতীয় এর আরও খবর: