সিরাজগঞ্জের সলঙ্গায় শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ “রাসেল আছে সকল মায়ের দু'চোখ ভরা জলে, রাসেল আছে ভোরে জাগা শিশুর কোলাহলে” এই বাক্যকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষ্যে সলঙ্গা থানা আ.লীগ অস্থায়ী কার্যালয়ে নানা আয়োজনে দিনটি পালিত হয়। সলঙ্গা থানা জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে রবিবার ( ১৮ অক্টোবর) সকাল ১০ টায় আলোচনা সভা,রেলী,কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আ.লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক জননেতা আতাউর রহমান লাভু,সাবেক সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, রামকৃষ্ণপুর ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, থানা যুব লীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ,থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার আরিফ সহ অনেকে। শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।