সিরাজগঞ্জে ঠাকুর বসানোর মন্ডপ তৈরীতে ব্যস্ত কারিগররা।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপুজা উপলক্ষ্যে প্রতিমা নির্মান শিল্পীদের পাশাপাশি ঠাকুর বসানোর আসন (মন্ডপ) তৈরীতে ব্যস্ত কারিগররা। আর মাত্র কয়দিন পর সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপুজা। তাই এখন প্রতিমা নির্মান শিল্পীদের যেমন ব্যস্ততা বেড়েছে,অনুরুপ মন্ডপ তৈরী বা ঠাকুর বসানোর আসন তৈরীতে কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এ সব কারিগরদের এখন নাওয়া,খাওয়ার সময় পর্যন্ত নেই। আজ রবিবার ( ১৮ অক্টোবর) বিকেলে কথা হয়,সলঙ্গা ভুষাল হাটার মন্ডপ তৈরী প্রতিষ্ঠান পাবনার হান্ডিয়াল ডেকোরেটরের কারিগর মনির, শামীমের সাথে। তারা জানান, বিবাহ বার্ষিকী সহ অন্যান্য অনুষ্ঠানে ডেকোরেটিং কাজের পাশাপাশি দুর্গাপুজার সময় মন্ডপ তৈরী করে জীবিকা নির্বাহ করে থাকি। এ কাজে কত টাকা মজুরী নিচ্ছেন,এমন প্রশ্নের জবাবে কারিগররা জানান, মন্ডপ বুঝে দাম নির্ভর করে। তবে ভুষাল হাটার এ আসনটির সকল কাজ সম্পন্ন করতে ৮০ হাজার টাকা মজুরী হিসেবে ঠিক করেছি।