‘লাইফ শেয়ার ব্লাড ব্যাংক’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উলক্ষে বিদ্যাশ্রমে একবেলার বিশেষ খাবার ও ফ্রি মেডিকেল ক্যাম্প।

স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ শেয়ার ব্লাড ব্যাংক এর প্রথম বর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর ) দুপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
গোপালগঞ্জের কশিয়ানির হাইসুর গ্রামের বৃদ্ধাশ্রমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির এডমিন রিপন মিয়া
সংগঠনের কার্যকরী সদস্যরা উপস্থিত থেকে প্রথম প্রতিষ্ঠা বাষির্কী পরিচালনা করেন।
আমন্ত্রিত অতিথিগণ লাইফ শেয়ার ব্লাড ব্যাংকের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, "সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের এই যুগে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপ পরিহার করে নিজেদের অর্থ ব্যয় করে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে সংগঠনটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। ভবিষ্যতে সংগঠনটির যে কোন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন অতিথিবৃন্দ।
সংগঠনটির অন্যতম এডমিন রিপন মিয়া বলেন,
লাইফ শেয়ার ব্লাড ব্যাংক এর ১বছর পুর্তিতে,
আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে ছুটে গিয়েছিলাম হাইসুর বৃদ্ধাশ্রমে, আজ তাদের জন্য ফ্রী মেডিকেল_ক্যাম্প (বিনামূল্যে স্বাস্থ্যসেবা), ও ওষুধ_বিতরণ এবং দুপুরে দুমুঠো খাবার তুলে দিতে পেরেছি, সত্যিই এ এক অন্যরকম অনূভুতি,স্বজন হারানো বয়স্ক মানুষগুলোর মায়াবী চাহনি পৃথিবীর সবকিছু কে হার মানিয়ে দিয়েছে, আমি বারবার ছুটে যেতে ওই মায়াবী হাসিমাখা মুখগুলো দেখতে,মানুষ যে সুখে কেদে ফেলে সেটা আজ খুব কাছ থেকে দেখেছি,আমাদের পেয়ে তারা ভুলেই গিয়েছিলো পরিবার ছাড়া অনিশ্চিত জীবন যাপন করছে।
তিনি আরো বলেন , ২০১৯ সালের ১৮ অক্টোবর ফেইসবুক গ্রুপ ভিত্তিক সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিগত ১ বছর যাবত মুমূর্ষু মানুষের জরুরী প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ, সড়ক মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, শীতবস্ত্র বিতরণসহ আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনটির এডমিন, কার্যকরী, সহ-কার্যকরী ও শুভাকাঙ্কী প্যানেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।