বাগমারায় পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ বিতরণ করলেন এমপি এনামুল হক।

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৯:২৬ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ  রাজশাহীর বাগমারায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়েছে। নভেল করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলার নিমিত্তে অর্থনীতিতে গতিশীলতা আনয়ন কল্পে গতকাল বিকেলে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কর্মসৃজন ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


 উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঋণ বিতরণ করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পল্লী সংঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আজাহার আলী। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আলী হাসান, ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান, কাউন্সির হাচেন আলী সহ আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠান উপজেলার বিভিন্ন এলাকার ৫১ জন নারী-পুরুষের মাঝে ২৫ লাখ ২০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: