লালপুরে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ০৫:১৩ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



লালপুর ( নাটোর) প্রতিনিধিঃ


নাটোরের লালপুরে তিন ফসলি জমিতে অব্যধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার নবিনগর,শিবনগর এলাকার শত শত সাধারণ মানুষ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লালপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ভূমি অফিসের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। পরে সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত করে আবাদি জমিতে পুকুর খনন করতে দেয়া হবেনা মর্মে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা ভূমি অফিস ত্যাগ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আজাবুল হোসেন ডিলু, আশরাফ হোসেন টুনা, গোলাম মোস্তফা বকুল, শুকুর আলী প্রমূখ। বক্তারা আবাদি জমিতে পুকুর খননের ফলে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান,ফসলের মাঠে জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অবিলম্বে আবাদি জমিতে পুকুর খনন বন্ধ করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

জনদুর্ভোগ এর আরও খবর: