সলঙ্গায় জলাবদ্ধতা দুরীকরনে ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:৫৯ অপরাহ্ন   |   জনদুর্ভোগ





সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

অপরিকল্পিত ভাবে আবাদী জমিতে পুকুর খনন সহ নানাবিধ কারনে প্রায় ১ হাজার বিঘা কৃষি জমিতে স্থায়ী জলাবদ্ধতা হওয়ায় প্রশাসনের কাছে দ্রুত সমাধান চেয়ে মানব বন্ধন করেছে সলঙ্গা থানার রামকৃঞপুর কচিয়ার বিল এলাকার ৫/৬টি গ্রামের ভুক্তভোগী কৃষকেরা। 


আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) কচিয়ার বিলের সামনে এ মানববন্ধন করেন আবাদ করতে না পারা ক্ষতিগ্রস্থরা। 

রামকৃঞপুর ইউনিয়নের জালশুকা, উনুখাঁ,পুকুরপাড়, পাঠানপাড়া,দবিরগঞ্জ, কুমারগাইলজানি গ্রামের শতশত কৃষকেরা মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া কৃষকরা দ্রুত এ সমস্য সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।