নীলফামারিতে আগুনে পুড়ে নিমিষেই কোটি টাকা ছাই হলো

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৯:২২ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



 

 নুরল আমিন রংপুর ব্যুরোঃ




মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হলো দশটি দোকানের কোটি টাকার মালামাল সহ ঘর। 

ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক সাড়ে বারোটায় নীলফামারী সদরের পঞ্চপুকুড় বাজারে। সরজমিনে জানা যায় বাজার বন্ধ হয়ে ব্যাবসায়ীরা বাড়িতে যাওয়ার সময়ই এই দূর্ঘটনা ঘটে, নীলফামারী ফায়ার সার্ভিসে খবর দিলে, তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া জারিন ডেন্টাল কেয়ারের মালিক ডাক্তার আব্দুস সালাম বলেন, আমার ক্লিনিকের ম্যাসিন যন্ত্রপাতি মেডিসিন সহ পাঁচ লক্ষাধীক টাকার মালামাল নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। ওয়ালটন শো রুমের স্বত্ত্বাধিকারী মুশফিকুর রহমান লাকু বলেন, আমি কেবল বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পথিমধ্যে খবর পাই আগুনের গিয়ে দেখি আমার শোরুম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তার কাছ থেকে জানা যায় ক্ষতির পরিমাণ ৩৫ লক্ষাধীক টাকা। এছাড়াও ডাচ বাংলা এজেন্ট, হার্ডওয়্যার, কাপড়ের দোকান, সারের দোকান ও মুদিখানা রয়েছে। সর্বমোট ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে। এবিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম সরকার বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জেনেছি। এলাকার লোকজন সচেতন থাকায় এবং অগ্নিনিবারক দলকে যথাসময়ে খবর দিয়ে বাজারের অন্যান্য দোকান রক্ষা করেছেন।