২০হাজার কম্বল নিয়ে শীতার্তদের কাছে ছুটে যান জাহাঙ্গীর আলম

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন   |   জনদুর্ভোগ



মোরশেদ আলম,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধি: কনকনে ঠাণ্ডা উত্তরের হিমেল হাওয়ায় কাপছে সারাদেশের মতো নোয়াখালীর হতদরিদ্র মানুষজন। ঠিক তখনই বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোনাইমুড়ী-চাটখীলের শীতার্ত মানুষের জন্য ২০হাজার কম্বল নিয়ে ছুটে যান চাটখীল উপজেলা পরিষদ চেয়ারম্যান একটিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।


চাটখিল-সোনাইমুড়ী উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌর এলাকায় ২০হাজার শীতার্ত মানুষের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণের অংশ হিসেবে শনিবার সকালে সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।


এ সময় উপস্থিত ছিলেন,সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু, পাঁচগাও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হাসান তরুণ,মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহ, জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি সালেহ আহমেদ বাবুল, সোনাইমুড়ী উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আবু মোহাম্মদ মহসিন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিপন, জয়াগ ইউনিয়ন ছাত্রলীগ আহবায়ক এজিএম হাফিজ তানভিরসহ আরো অনেকে।


এসময় জাহাঙ্গীর আলম বলেন,অসহায়দের পামে দাঁড়ানোর মাঝে আত্মতৃপ্তি পাওয়া যায়। কম্বল বিতরণের ধারা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতার স্বাক্ষ। মানুষ ঘরে বসেই এখন ডিজিটাল সেবা পাচ্ছে। প্রধানমন্ত্রী যাকেই নৌকার নমিনেশন দিবেন আপনারা তাকেই জয়যুক্ত করার প্রস্তুতি নেন।