দকরোনা মৃত্যু আপডেট।

 প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০৪:৫৪ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


আউয়াল ফকির



করোনা ছড়িয়ে পড়েছে 199 টি দেশে। 

মৃত্যুর সংখ্যা 34 হাজার ছুঁই ছুঁই।

আক্রান্ত ৭২২০০০ ও বেশী। 

সবচেয়ে বেশি প্রান গেছে ইতালীতে ১১০০ ছুঁই ছুঁই। এর পরের স্হান স্পেন এ ৬৮০৩ জন।

চিনে ৩৩০০ জন

ইরানে ২৫০০ ছাডিয়েছে।

যুক্তরাষ্ট্রে ২৪৮৪ জন।

ফ্রান্স এ ২৬০৬ জন।

যুক্তরাজ্য ১২২৮ জন।

ভারতে মৃত্যু হয়েছে ২৭ জনের।

পাকিস্তানে ১৪ জন।

কাতার ১ জন।

নিউযাল্যান্ড এ ১ জন।

বাংলাদেশ এ ৫ জন।

 জার্মানিতে ৫৪১ জন।

নেদারল্যান্ডস এ ৭৭১ জন ও

কানাডায় ৫ জন

জনদুর্ভোগ এর আরও খবর: