রাস্তা তো নয়, এ যেন এক মরণ ফাঁদ।

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৯ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ


শাহীন আলম জামালপুর প্রতিনিধিঃ

 জামালপুরের ইসলামপুর টু গোঠাইল বাজারের রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাদিয়ে চলাচল করছে যানবাহনসহ এ এলাকার মানুষ।

রাস্তাটি নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।ঐতিহ্যবাহি গোঠাইল বাজারএলাকার সকল জনসাধারণের উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র রাস্তা এটি। এছাড়াও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত রিকাশা, ভ্যান, ইজিবাইক, ভটভটি, নসিমন, সিএনজি,কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে।

গোঠাইল বাজারের ব্যবসায়ীদের সকল পণ্য ভারী ট্রাকযোগে এ রাস্তা দিয়ে পরিবহন করতে হয়। রাস্তার প্রায় জায়গায় পিচ, পাথর ও খোয়া কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করে জীবনের ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টিপাত হলেই বৃষ্টির পানি জমে এসব মরণ ফাঁদে পরিণত হয় রাস্তাটি। উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি।

উপজেলার গোঠাইলবাজারের চতুর্দিকে নদী থাকায় এটি একটি মাত্র বড় বাজার এখানে রয়েছে বিশাল ধান, পাট,পিয়াজ,ভুট্রারহাট। 

তাৎক্ষণিক এ  রাস্তটি সংস্কার না করলে  বড়ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থে দ্রুত রাস্তাটি মেরামত করা প্রয়োজন।

আমাদের প্রতিনিধি এবিষয়ে ইসলামপুর দুই আসনের এমপি ফরিদুল হক খান দুলাল এমপির সাথে কথা বললে তিনি জানান কিছুদিন আগে আমি নিজস্য অর্থায়নে ইট, বালি, রাবিস দিয়ে মানুষের চলাচলের উপযোগী করে দিয়েছিলাম কিন্তু  বর্তমানে রাস্তাটি আবারো খানাখন্দে পরিনিত হয়েছে   তবে আমি সরকারের পক্ষথেকে   অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে দিব।

জনদুর্ভোগ এর আরও খবর: