মাদারীপুর 2 আসনের এমপি শাহজাহান খান এর উপর ক্ষোভ জানালেন মাদারীপুরের জনগণ।

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ


স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ

 সরজমিনে গিয়ে জানা যায়,

মাদারীপুর সদর থানাধীন চরমুগরিয়া থেকে শ্রীনদীর রাস্তা, কালিরবাজার থেকে আলগী হয়ে তিথিরপাড়ার রাস্তা এবং মিঠাপুর বাজার থেকে হবিগঞ্জ হাট হয়ে জালালপুর মালো পাড়া পর্যন্ত রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ এবং চলাচল অনুপযোগী। এই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ চলাচল করে। এসব এলাকার মানুষ প্রতিদিন তাদের জরুরী কাজ (স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, কৃষাণ, দিনমজুর, বাজারের দোকানদারের মালামাল আনা নেওয়া, রোগী নিয়ে ডাক্তার বা হাসপাতালে যাতায়াত) সমাধান করার জন্য জেলা সদরে আসা যাওয়া করে। বিশেষ করে রোগী নিয়ে এসকল রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর ও ঝুকিপূর্ন অবস্থায় পরতে হয়। তাই ওইসব এলাকাবাসী জানান, আমাদের মাননীয় এমপি মহোদয়কে এসব এলাকার মানুষের যাতায়াতের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি। 

মাননীয় এমপি মহোদয় অবশ্য গত এক মাসের বেশি হবে তার গ্রামের বাড়ীর বাজারে বঙ্গবন্ধুর শোক সভায় বলেছিলেন আপনারা আমাকে এক মাস সময় দিন। আমি এসকল রাস্তা মেরামত করে দিবো। এখন এক মাস পার হয়ে প্রায় ২য় মাস চলতেছে। মাননীয় এমপি মহোদয় আপনাদের মাস কতদিনে হয়? 

উক্ত কাজে সংশ্লিষ্ট সকল সরকারী বেসরকারি প্রশাসনি কর্মকর্তাদের রাস্তা মেরামতের বিষয়টির উপর বিশেষ সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ  জানা এলাকাবাসী। 


অনুরোধে ভুক্তভোগী এলাকার জনগন।

জনদুর্ভোগ এর আরও খবর: