জামালপুরে প্রশাসনের নজর না থাকায় অবাধে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন।

শাহীন আলম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদরের হাজিপুর বাজারের পাশে ঝিনাই নদীতে অবাধে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ কৃষকরা। বারবার প্রশাসনের নিকট জানিয়েও বন্ধ করা যাচ্ছে না এসব বালু উত্তোলন। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা একজন আরেক জনের উপর দায় চাপিয়েই দিব্বি বসে আছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রায় কয়েকমাস যাবত হাজিপুর বাজারের পাশে ঝিনাই নদী হতে প্রায় ৮ থেকে ১০ টি ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে বালু এলাকার কতিপয় লোকজন। এসব ড্রেজারের কারণে ভেঙে যাচ্ছে দু পাশের আবাদি জমি। বারবার বাঁধা দিয়েও হুমকি দামকি শুনতে হচ্ছে নদীর পাড়ের লোকজনের। এসব ড্রেজার মালিকরা প্রশাসনকে ম্যানেজ করেই এসব ড্রেজার চালাচ্ছেন বলে অভিযোগ করছেন এলাকাবাসী। এসব ড্রেজার মালিকদের মধ্যে রয়েছে আপেল মিয়া, শাহীন ভাঙ্গারি, গুদু কানা, মোস্তফা, মিন্টু মিয়াসহ আরও নাম না জানা কয়েকজন।
ড্রেজার বিষয়ে সহকারী কমিশনার ভ‚মি মাহমুদা বেগম বলেন, আমি অফিসিয়ালি কোন আদেশ পায় নি। আদেশ পেলে ব্যবস্থা নেব। এর আগেও তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তবে কোন ব্যবস্থা গ্রহন করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, আমি ওসিকে বিষয়টা বলেছি, আপনি একটু বলেন। তাছাড়া স্থানীয় চেয়ারম্যানকেও বলতে বলেন তিনি।
তবে এসব ড্রেজার সরিয়ে এলাকার সাধারণ কৃষকের ক্ষতি হতে রক্ষা করবে এমনটাই আশা করছেন এলাকাবাসী।