সড়ক দূরঘটনায় পথচারী মারাত্বক আহত।

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০২:০১ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

 উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজার টু বাগুড়িয়া রোডের রামভদ্রপুর আহাদ মেম্বরের বাড়ীর পাশে চায়ের দোকানের সামনে রামভদ্রপুর গ্রামের ফাইজুলের পুত্র রনি(৩০) প্রাইভেট কার চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে একি গ্রামের পথচারী সিদ্দিক (৫০) কে চাপা দিলে সিদ্দিক ঘটনা স্হলে মারাত্বক আহত হলে অন্য পথচারী ও গ্রামবাসীর সহায়তায় স্হানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদরে নিয়ে যাওয়া হয়েছে,অন্যদিকে নিয়ন্ত্রন হারিয়ে পুকুর পাড়ের খাদে আটকে যাও য়া  গাড়ি হতে ড্রাইভার রনি পালিয়ে যায় ।ঘটনা স্হলে গিয়ে জানা যায় রনি নতুন ড্রাইভিং শিখছিল যার ফলে নিয়ন্ত্রন হারিয়ে এই অবস্হা।গাড়ির মালিকের নাম উজ্জল খা,গয়ড়া।এ রিপোট লিখা কালিন থানা পুলিশ দূর ঘটনা স্হলে তদন্ত চালাচ্ছিল।

জনদুর্ভোগ এর আরও খবর: