মাটিরাঙ্গা উপজেলার কালাপানি হাকিমপারা রাস্তাটি যেন মরণফাঁদ।

মোঃ আরিফুল ইসলাম,মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ের কালাপানি থেকে হাকিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে করল্যাছড়ি ও গোমতি সড়ক পর্যন্ত যাতায়াতের রাস্তাটি যেন মরণফাঁদ।বর্ষার প্রবল বর্ষনে উজান থেকে নেমে আসা পানির চাপে রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙে গেছে।ফলে পায়ে হেঁটে এই এলাকার শিক্ষার্থী, কৃষক সহ সাধারণ মানুষ যাতায়ত করতে হয়।পূর্বে রাস্তাটি দিয়ে সিএনজি,ট্রাক ও জীপ সহ মালবাহী নানা যানবাহন চলাচল করতে পারলেও বর্তমানে চলাচল বন্ধ রয়েছে।এই এলাকার মানুষের একমাত্র নির্ভরতা সড়কটির উন্নয়নে ব্রিকসলিং করা জরুরী।
এবিষয়ে স্থানীয় সর্দার মোঃ হারুন মিয়া জানান, দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই রাস্তাটি নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে।ছেলে-মেয়েদের স্কুলে যেতেও খুবই কষ্ট হয়।প্রায় দুই থেকে তিন হাজার মানুষের বসবাস এই এলাকায়। প্রশাসনের সুদৃষ্টিতে রাস্তাটি যেন দ্রুত গতিতে মেরামত করা হয়।
এবিষয়ে স্থানীয় শিক্ষক মোঃ তাজুল ইসলাম জানান,সাধারণত টুকটাক খরচ করার জন্যও পায়ে হেটেঁ বাজারে যেতে হয় এবং বৃদ্ধাদের বেশি কষ্ট হয়।না চলে সিএনজি, মোটরসাইকেল কোনো পরিবহন।খুব শীগ্রই রাস্তাটি নির্মাণে প্রশাসনের সুদৃষ্টি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদী তারা।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ সিদ্দিক মিয়া আরো জানান, রাস্তাটির মেরামতের অভাবে রাস্তাটির গণসংযোগ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিজেদের যাতায়াতের প্রয়োজনে নিজেরাই কিছুদিন পর, পর রাস্তাটি মেরামত করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহকারে রাস্তাটি সংস্কারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে।