কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৯টি ঘর এক‌টি ছাগল আগুনে পুরে ছাই।

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২০, ০৪:৩২ অপরাহ্ন   |   জনদুর্ভোগ


মোঃআবু তাহের,নীলফামারী ব্যুরো প্রধানঃ

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দুইটি পরিবারের ৯টি ঘর একটি ছাগল আগুনে পুরে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কিশোরগঞ্জ ইউনিয়নের কেশবা কলেজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী চুলায় রান্না উঠিয়ে বাইরে বেরিয়ে যান। এ সময় চুলার পাশে থাকা খরকুটোতে আগুন লেগে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পরে, এতে হামিদুল ও শাহাবুদ্দিনের ৯টি ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র নগত চার লক্ষ টাকা ও একটি ছাগল  আগুনে পুরে ছাই হয়েছে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার, রেদোয়ানুজ্জামান  আগুনে পোড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষ টাকা মতো। খবর পেয়ে দ্রুত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান, থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও সদর ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম।চেয়ারম্যান বলেন সরু রাস্তার কারণে সামনে  গাড়ি নেয়া সম্ভব হয়নি,তবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসারদের চেস্টার কমতি ছিলনা, তবে আরও এক‌টি ছোট গাড়ির জরুরী দরকার সরু রাস্তার জন্য।

জনদুর্ভোগ এর আরও খবর: